লকডাউন তুলে নেওয়ার প্রথম দিনেই মৃত্যু ৪০ জন আর আক্রান্ত ২৫৪৫।
দেশে করোনাবাইরাস প্রাদুর্ভাবের ৮৫ তম দিনে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।এটি এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৭ হাজার ১৫৩। আর গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হওয়া ৪০ জনের মৃত্যু হয়েছে। এক দিনে মৃত্যুর দিক দিয়ে এটিও এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ৪০৬ জন। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে মোট সুস্থ হয়ে উঠেছে ৯ হাজার ৭৮১ জন।
আজ রোববার ( ৩১ মে) দুপুর ২ টা ৩১ মিনিটে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।