সেনবাগে কোভিড-১৯ টিকা প্রয়োগ কর্মসূচীর উদ্বোধন।
নোয়াখালীর সেনবাগ উপজেলার কানুরচর সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন কে প্রথম টিকা প্রদানের মধ্য দিয়ে সেনবাগে শুরু হলো কোভিড-১৯ এর টিকা দান কর্মসূচী।রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম।
টিকা প্রদান কর্মসূচী উদ্বোধনের সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিউর রহমান ও ডাঃ নির্ণয় পাল,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির,আওয়ামীলীগ নেতা আলী আক্কাছ রতন,মোহাম্মদ নুরুল হুদা সহ প্রমুখ।এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সেনবাগে ইতিমধ্যে ৯ হাজার ৪ শত ৭০টি টিকা এসে পৌঁছেছে। যাতে করে ৪ হাজার ৭ শত ৩৫ জনকে এই টিকা প্রধান করা যাবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা প্রদানের কার্যক্রম চলবে বলে জানা যায়।এছাড়া বৈদ্যুতিক গোলযোগ থেকে নির্বিঘ্নে এ কার্যক্রম চলমান রাখার জন্য নোয়াখালী-২ আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জেনারেটর প্রদান করেন বলে জানা যায়।