জেলার খবর

বাঁশখালী ছনুয়া মনুমিয়াজী জেটিঘাটে স্থাপিত হতে যাচ্ছে যাত্রীছাউনী।

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালী ছনুয়া মনুমিয়াজী জেটিঘাটে স্থাপিত হতে যাচ্ছে যাত্রীছাউনী।

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন ছনুয়া মনুমিয়াজী জেটিঘাটে অবশেষে জেলা পরিষদের অর্থায়নে লায়ন আমিরুল হক এমরুল কায়েসের আন্তরিক প্রচেস্টায় প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত হতে যাচ্ছে যাত্রী ছাউনি।

বঙ্গোপসাগরের উপকূলীয় অতীব জনগূরুত্বপুর্ন এই ঘাঁটে যাত্রীছাউনী নির্মান করা ছিল সর্বস্তরের মানুষের দির্ঘদিনের দাবী। মূলত: ছনুয়া মনুমিয়াঁজী ঘাট দিয়ে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লক্ষ লক্ষ মানুষের নিত্য পারাপার।

সামার সিজনে যেমন তেমন প্রাকৃতিক বৈরী আবহাওয়ার সময় একটি যাত্রী ছাউনীর অভাবে মনুমিয়াঁজি ঘাট ব্যবহারকারী জনগনকে পোহাতে হয়েছে অবর্ননীয় দুর্ভোগ। স্বাধিনতার দীর্ঘ ৪৮ বছর পর যাত্রী ছাউনি নির্মাণ হচ্ছে জেনে বেজায় খুশি ছনুয়া ও দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বাসিন্দারা।

কুতুবদিয়া চ্যানেলের ছনুয়া জেটিঘাট থেকে কুতুবদিয়া ধূরুং ঘাট পর্যন্ত যাত্রী সেবা প্রদান করে মাত্র দুটি ডেনিস বোট। আর দুটি ডেনিস বোট ওপার থেকে ছেড়ে আসা পর্যন্ত ছনুয়া জেটিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। যার কারণে রোদে শুকাতে হয়, আর বৃষ্টিতে ভিজতে হয় অপেক্ষমাণ যাত্রীদের। তাদের বসার কোন জায়গা নেই। বিষয়টি স্থানীয়রা বাঁশখালী উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন আমিরুল হক এমরুল কায়েসকে অবহিত করেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি লায়ন আমিরুল হক এমরুল কায়েস ছনুয়া জেটিঘাট পরিদর্শনে যান এবং যাত্রী ছাউনি স্থাপনের জন্য জায়গা নির্বাচন করেন।

যাত্রী ছাউনী নির্মানের স্থান পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন মনুমিয়াজী বাজার পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম, ডা. নোমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আহমদ কবির সওদাগর, আ.লীগ নেতা মো. জাহেদ, ইউপি সদস্য আবদুল কাদের বুলু সহ অনেকে।
ছনুয়া ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেক এ প্রতিবেদককে বলেন, ‘শুনেছি এমরুল কায়েস ভাইয়ের প্রচেষ্টায় জেলা পরিষদের অর্থায়নে ছনুয়া মনুমিয়াজী জেটিঘাট সংলগ্ন একটি যাত্রী ছাউনি নির্মাণ হচ্ছে। আমরা এমরুল ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ। জনপ্রতিনিধি না হয়েও যে এলাকার উন্নয়ন করা যায়। এমরুল ভাই সেটার অন্যতম উদাহরণ।’

এ বিষয়ে বাঁশখালী উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মো. আমিরুল হক এমরুল কায়েস বলেন, ‘আমার আস্থাভাজন জেলা পরিষদের চেয়ারম্যান সালাম সাহেবের আন্তরিকতায় ছনুয়া মনুমিয়াজী জেটিঘাটে একটি যাত্রী ছাউনি নির্মাণের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, বাঁশখালী উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মো. আমিরুল হক এমরুল কায়েস জেলা পরিষদের অর্থায়নে ছনুয়া ইউনিয়নে নানা উন্নয়ন কর্মযজ্ঞ চালাচ্ছেন। তৎমধ্যে ছেলবন খেয়াঘাট যাত্রী ছাউনি, ডিসি রোড, আলহাজ্ব মৌলভী নজরুল ইসলাম সড়ক, অলিমিয়া সিকদার সড়ক, ছনুয়া ওয়াপদা সড়ক, আশরাফ আলী সড়ক, শরিফা খানম সড়ক সহ আরো অসংখ্য সড়কের সংস্কার ও উন্নয়ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button