জেলার খবর

ছাতক চরমহল্লা ইউপি নির্বাচনে নির্দলীয় চেয়ারম্যান প্রাথী হাজি জালাল উদ্দিন।

আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

ছাতক চরমহল্লা ইউপি নির্বাচনে নির্দলীয় চেয়ারম্যান প্রাথী হাজি জালাল উদ্দিন।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন নির্বাচনে নির্দলীয় হয়ে নির্বাচন করতে চান ছাতক উপজেলা চরমহল্লা ইউনিয়নের কেজাউরা গ্রামের মৃত আব্দুল মতিন ছেলে বিশিষ্ট সমাজ সেবক, জন ধরুদী
এলাকার সু পরিচিত ব্যাক্তিত্ব
হাজি জালাল উদ্দিন।

তিনি চরমহল্লা ইউনিয়নের সকলের সুখেদুঃখে পাশে থাকতে চান। চরমহল্লায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার শীর্ষে রয়েছেন হাজি জালাল উদ্দিন।

তিনি উন্নয়ন বঞ্চিত মানুষের উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় প্রতিবেদকের সাথে কথা প্রসঙে জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি। সবসময় ইউনিয়ন বাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণেও সুখ দুঃখের সাথী হয়ে ইউনিয়নবাসির উন্নয়ন করতে চাই। জানা যায় আসন্ন ইউনিয়ন নির্বাচন সামনে রেখে প্রথমে গ্রামে গঞ্জে পারা মহল্লায় সকলের দোয়া ও সমর্থন আশির্বাদ নিয়ে এলাকায় গণসংযোগ শুরু করেছেন হাজি জালাল উদ্দিন।

চেয়ারম্যান প্রাথী হাজি জালাল উদ্দিন এলাকার মুরব্বী যুবক তরুন সকলের কাছ থেকে শমর্থন ও পেয়েছেন বলে জানিয়েছেন।

এলাকায় বিভিন্ন গ্রামে পারা মহল্লায় পাটবাজারে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। সরেজমিনে ঘোরে দেখা গেছে হাজি জালাল উদ্দিনের ভাল একটি জনপ্রিয়তা রয়েছে চরমহল্লা ইউনিয়নের সর্বসাধারণের কাছে।

এমন কি ইউনিয়নে পরিচিত একটি মুখ। ইউনিয়নে ভোটার রাও চায় হাজি জালাল উদ্দিন কে। হাজি জালাল উদ্দিন এর মাধ্যমে ইউনিয়নে উন্নয়নকাজ হবে বলে সবাই আশাবাদী।

হাজি জালাল উদ্দিন ইউনিয়নে নির্বাচনে আসবে বলে শুনে অনেকের চোখে ঘুম নেই।

অনেকের নিজেদের অস্তিত্ব কে ধরে রাখতে চিন্তিত। হাজি জালাল উদ্দিন জানান আমার ইউনিয়ন আমার জন্ম ভুমি এই মাটি কে আমি ভালবাসি, এই ইউনিয়নের মানুষের ভালবাসা নিয়ে তাদের মাঝে থেকে সকলের সহযোগিতায় আমার ইউনিয়নে নির্বাচন করতে চাই।

হাজি জালাল উদ্দিন অনেক সামাজিক সংগঠনের সাথে জরিত রয়েছেন। মানুষের সেবায় তার ভাল একটা অবদান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button