জেলার খবর

বাঁশখালীতে সাংবাদিক চাঁটগামীর ওপর হামলার ঘটনায় মামলা ও মানববন্ধন।

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীতে সাংবাদিক চাঁটগামীর ওপর হামলার ঘটনায় মামলা ও মানববন্ধন।

মাদ্রাসার ৩ দিন ব্যাপী বার্ষিক সভায় অতিথি হিসাবে আমন্ত্রন না জানানোর কারনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরস্থ দারুল কারিম মাদ্রাসার পরিচালক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক শফকত হোছাইন চাঁটগামীর উপর ন্যাক্কারজনক হামলা করে টাকা লুটের ঘটনায় পুরো উপজেলা জুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

১৮ জানুয়ারী’২১ ইং সোমবার সকাল ১০ টার সময় উপজেলা সদরের প্রধান সড়কে দারুল কারিম মাদ্রাসার প্রায় ৫ শতাধিক ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে হামলাকারী চিহ্ণিত সন্তাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিশাল মানববন্ধন করেছে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, বাঁশখালী কওমী মাদরাসা পরিষদের সেক্রেটারী ও চেচুরিয়া আরবিয়া মাদরাসার পরিচালক মাওলানা মো. ইসহাক, বাঁশখালী জলদী মকবুলিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মো. কাউছার, শীলকূপ মাইজপাড়া জামে মসজিদের খতিব মাওলানা এরশাদ উল্লাহ, দক্ষিণ জলদী দারুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শাহাব উদ্দিন, বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহা: আব্দুল জব্বার, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা মাওলানা আলমগীর ইসলামাবাদী, দারুল কারীম মাদরাসার শিক্ষক মাওলানা এরশাদুল হক, উপজেলা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোছাইন, দারুল কারীম মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ আবদুল মালেক প্রমুখ।

উল্লেখ্য: গত ১০,১১,১২ জানুয়ারী’২১ ইং ৩ দিন ব্যাপী সাংবাদিক শফকত হোছাইন পরিচালিত দারুল কারিম মাদ্রাসার বার্ষিক সভা ও মাহফিলে অতিথি হিসাবে আমন্ত্রন না জানানোর কারনে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সন্ত্রাসী বেলাল গতকাল ১৭ জানুয়ারী’২১ ইং রবিবার সকাল সাড়ে ৭ টার সময় বাঁশখালী পৌরসভা সদরস্থ দারুল কারিম মাদ্রাসার সম্মুখে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ন্যাক্কারজনক হামলা করে মারাত্বকভাবে জখম করে পালিয়ে যায়।

অভিযুক্ত সন্ত্রাসী বেলালকে একমাত্র আসামী করে সাংবাদিক শফকত সন্ধ্যায় নিজে বাদী হয়ে বাঁশখালী থানায় পেনাল কোডের ৩২৩/৩২৫/ ৩৭৯/ ৫০৬ ধারায় অভিযোগ করে মামলা করেন। মামলা নং:- ২৩।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবির বলেন, সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে । পলাতক আসামী বেলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ও অন্যান্য আসামীদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button