ব্রাহ্মণবাড়িয়া আশার আলো উত্তর জগৎ সার’র পক্ষ থেকে অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ।
মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া আশার আলো উত্তর জগৎ সার’র পক্ষ থেকে অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া সদর ১৩নং মাছিহাতা ইউনিয়নের আশার আলো উত্তর জগৎ সার মানবিক সংগঠন এর পক্ষ থেকে ১৫/০১/২০২১ বিকাল তিনটা ঈদগার সামনে অসহায়দের মধ্যে কিছু সংখ্যক শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।
এসময় উপস্তিত ছিলেন উত্তর বায়তুন নূর জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা জনাব আবু তাহের সাহেব। উত্তর জগৎ সার বায়তুন্নুর জামে মসজিদে ইমাম জনাব জুবায়ের আহাম্মেদ আল হাদী, বীর মুক্তিযুদ্ধা নিয়াজুল হক খান বাহারও আশার আলো উত্তর জগৎ সার সংগঠনের সদস্যরা সহ উত্তর জগৎ সার গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গরা।
আশার আলো উত্তর জগৎ সার সংগঠনটি ধারাবাহিক ভাবে বিগত কয়েক বছর যাবত শীত বস্ত্র সহ পবিত্র রমজান গরীব অহসায়ের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদের জন্য খাদ্য সামগ্রী বিতরণের করে আসছেন।
উক্ত সংঘঠনের সদস্যরা বলেন এই উদ্যোগ সব সময় চলমান থাকবে, প্রতিবারের মত একবারও শীতবস্ত্র (কম্বল) বিতরণ সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আলামীনের নিকট লাখো কোটি শুকরিয়া করেন এবং সবার দোয়া কামনা করেন।
এবং যারা এই সংঘঠনকে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানান। এভাবে সব সময় গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন বলে আশা রাখেন।