ছাতক উপজেলা পরিষদের আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজ শুরু।
আআব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতক উপজেলা পরিষদের আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজ শুরু।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা পরিষদের আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার সকালে দোয়ার মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়।
একই ভবনে প্রশাসনিক কাজের সহজ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এ প্রশাসনিক ভবন নির্মাণ করা হচ্ছে। উপজেলা এলজিইডি প্রকৌশল অধিদপ্তর এ ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
আগামী দু’বছরে ভবন নির্মাণ কাজের সমাপ্তি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী আলী ফাহাদ অভি। এসময় ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনসুর মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদুর রহমান, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, ছৈলা-আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াস আহমদ, ছাতক থানা এসআই হাবিবুর রহমান, এলজিইডি উপ সহকারী প্রকৌশলী জাসির আহমদ, ফ্যাসিলিটেটর সুলতান আহমদ, উপজেলা যুবলীগ নেতা রাফি আহমদ রিংকু, আবু হানিফা সায়মন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে ছাতকের দোলারবাজার ইউনিয়নের মইনপুর-চাতলবিল উপ প্রকল্প বাস্তবায়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর মিয়া। মইনপুর-চাতলবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির তত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়ন করা হলে স্থানীয় কৃষকগন এর সুফল ভোগ করবেন বলে এলজিইডি বিভাগের প্রকল্প তদারকি কর্মকর্তা সুলতান আহমদ জানিয়েছেন। এসময় এলজিইডির কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।