ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির জন্য ছোট ভাইয়ের স্ত্রীর উপর বড় ভাইয়ের হামলা।
মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির জন্য ছোট ভাইয়ের স্ত্রীর উপর বড় ভাইয়ের হামলা।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ভাই বোনের সম্পত্তি বিরোধের জেরে প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর ওপর হামলা চালিয়েছে নাসিরনগর হরিপুর ইউনিয়ন হরিণবেড় গ্রামের ভূমিদুস্য উসমান খান ও তার স্ত্রী
এদিকে ইটালী প্রবাসী দাউদ খাঁনের স্ত্রী বলেন আমর স্বামি উসমান খাঁর কাছে প্রায় ২০ লক্ষ টাকা পাঠিয়েছেন আমি উক্ত টাকার হিসেব চাইতে গেলে সে টাকা বিভিন্ন ভাবে খরচ দেখিয়েছেন ও অকথ্য ভাষাই গালিগালজ করে এবং ওরা স্বামি স্ত্রীক্ষ হত্যার উদ্যেশে আমাকে মারধর করে অচেতন অবস্থায় ঘরে তালা বন্দিকরে রাখেন এলারকার লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে আমি কাছুটা সুস্থতাবোধ হলে ১৩/৮/২০ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ মামলা দায়ের করি মামলা নং P ৩৮২/২০
দাউদ খাঁনের ছোট বোন সাবেরা খানম বলেন, বাবা মারা যাওয়ার পুর্বে আমাদের জাইগা জমি নিয়ে মামলা থাকাই মামলা চালানোর জন্য আমার বড় ভাইকে দায়িত্ব দেন কিন্তু সে বাবার সাথে জাল জালিয়াতি করেন পরে এই বিষয়ে তার বাবা নাছির উদ্দীন খাঁ জান্তে পারলে তাকে বাড়ি থেকে বের করেদেন বিগত ৩/৫/২০২০ইং তারিখে বাবা মৃত্যুবরণ করলে বাবার লাশের সাথে সে বাড়িতে আসেন এরপর সে আর বাড়ি থেকে যায়নি
এদিকে উসমান খাঁ তার বাবার সম্পত্তি একে একে আত্মাসাত করে আসছে, এলাকার কিছু দুষকৃতকারী লোকের মদদে বিভিন্ন লোকের কাছে ছোট ভাইদের সই জাল করে জমি বিক্রি করছেন, কিন্তু তার জাল জালিয়াতির বিষয়ে ছোট ভাই বোন জান্তে পারলে তাকে জিজ্ঞাসা করলে, উসমান খাঁ এবিষয়ে কোনো জবাব নাদিয়ে তার ছোট ভাই বোন কে মারধর করে বাড়ি থেকে বাহির করেদেন
সরজমমিনে নাসিরনগর হরিপুর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে চেয়ারম্যান অফিসে গিয়ে তাকে পাওয়া যাইনি৷ আরো জানা যাই উসমান খাঁর বিরোদ্ধে হত্যা মামলা ও ডাকাতি মামলা সহ অনেক মামলার আসামি, তবে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন, কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকেই মারধরের হুমকি দেই এইজন্য কেই উসমান খাঁর বিরুদ্ধে মুখ খুলতে রাজি নয়
নাসিরনগর থানার অফিসান ইনচার্জ (ওসি) জানান, তিনি বিষয়টি অবগত আছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।