জেলার খবর
চাটখিলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩০ হাজার টাকা অর্থদণ্ড।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩০ হাজার টাকা অর্থদণ্ড।
নোয়াখালীর চাটখিলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার চাটখিল এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা বিরোধী কার্য পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কে বিশ হাজার টাকা এবং নিউ আল-আমিন বেকারি কে দশ হাজার টাকাসহ ২টি প্রতিষ্ঠান কে প্রশাসনিক এখতিয়ারে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।
এ অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া।অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং চাটখিল মডেল থানা পুলিশ এর একটি টিম।