মাইন উদ্দিন আহমেদ-এর কবিতা
জীবনের হিসাব
জীবনের এই যে অস্হির চলাচল
পাইনা খুঁজে এর সার্বিক ফলাফল
অমৃত না কি সব শুধুই হলাহল
প্রশান্ত সমীরণ না কি তা কোলাহল!
বিমূঢ যেটুকু সে কথাইতো বলেছি
উদ্দেশ্যহীন হয়ে শুধু ছুটে চলেছি
শক্ত অবস্হান থেকে অনেকটা টলেছি
আপন সরলতা তারে নিজেই ছলেছি!
বৃন্তচ্যূত ফল আহারে সে বৃন্তচ্যূত ফল
নিষ্ফল নিষ্ফল সেতো জ্বালানীহীন কল
জীবন বৃক্ষতো খাড়া অনড় অটল
ভীত মানব সন্তান এখন তুলিতে পটল!
হাওয়ারে খোঁজেনা বলো যে জন অধম
কেমন খেয়েছে বলো মার সে বেদম
ওরে ছাড়া যেনো এর চলেনা কদম
গুমরে গুমরে কাঁদে অজস্র আদম!