পাইকগাছায় জমি রেজিস্ট্রির পূর্বে আট লাখ টাকা নিয়ে উধাও প্রতারক হারুন; ক্রেতার মাথায় হাত
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় জমি রেজিস্ট্রির পূর্বে আট লাখ টাকা নিয়ে উধাও প্রতারক হারুন; ক্রেতার মাথায় হাত।
পাইকগাছায় জমি বিক্রির কথা বলে ক্রেতার কাছ থেকে আট লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রেজিস্ট্রির পূর্বেই চম্পট দিয়েছে জমি বিক্রেতা হারুন নামের এক প্রতারক। ঘটনার পর ক্রেতা আজগর আলী পড়েছে মহাবিপাকে। আর এমন ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে।
ভুক্তভোগীর থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার গদাইপুর গ্রামের মৃত সুলতান বিশ্বাস এর পুত্র মোঃ হারুন অর রশিদ তার নিজ নামীয় ১৫ কাঠা জমি বিক্রয় করার প্রস্তাব করলে একই গ্রামের পীর আলী গাজীর পুত্র আজগার আলী জমিটি ক্রয় করতে সম্মত হয়। এরই পরিপ্রেক্ষিতে আজগার আলী গাজী জমির ৮ লাখ টাকা দাম নির্ধারণ করে হারুনকে দেয় এবং জমি রেজিস্ট্রি করতে আসেন। কিন্তু ধুর্ত হারুন জমি রেজিস্ট্রি করার পূর্বে আজগারের নিকট থেকে টাকা গ্রহণপূর্বক পালিয়ে যায়।
ঘটনার পর অসহায় আজগার জমির মালিক হারুনকে না পেয়ে তার ব্যবহৃত ০১৭০৩-৪৭০৮২২, ০১৭১২-৪৩৭৬৯৪ ও ০১৭৫২-৯১৮২১৩ নম্বর মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। উপায়ন্ত না পেয়ে ভুক্তভোগী জমি ক্রেতা আজগার আলী বাদী হয়ে বিক্রয় দাতা প্রতারক হারুন-অর-রশিদকে আসামী করে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, উক্ত ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। যা প্রথমে জিডি হিসাবে এন্ট্রি করে নিয়েছি। যার জিডি নং ১৩৯। তিনি বলেন তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।