বিশিষ্ট বুদ্ধিজীবী, উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ড. এ, আর, মল্লিকের ১০২ তম জন্মবার্ষিকী আজ।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
বিশিষ্ট বুদ্ধিজীবী, উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ড. এ, আর, মল্লিকের ১০২ তম জন্মবার্ষিকী আজ।
ঢাকার ধামরাই উপজেলাবাসীর গর্ব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা সচিব,সাবেক রাষ্ট্রদূত, বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী, বেসরকারি ন্যাশনাল ব্যাংক লি:এর প্রথম চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম এমিরিটাস অধ্যাপক, বিশিষ্ট বুদ্ধিজীবী, উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ড. এ, আর, মল্লিকের ১০২ তম জন্মবার্ষিকী আজ।
কর্মবীর ড. এ আর মল্লিক জন্মেছিলেন ঢাকার অন্তর্গত ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে ১৯১৮ সালে ৩১ শে ডিসেম্বর। প্রয়াত হয়েছেন ১৯৯৭ সালের ৪ ফেব্রুয়ারি। কর্মে – কীর্তিতে, গৌরবে নিবেদিতপ্রাণ ব্যাক্তিত্ব ছিলেন প্রফেসর এ, আর, মল্লিক। মানবতার সেবায় নিজেকে আজন্ম নিবেদিত করেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানাভাবে উদ্দোগী ভূমিকায় আমৃত্যু সক্রিয় ছিলেন।
রক্ত সম্পর্কের বাইরের সকলকে নিয়েও ছিল তাঁর বৃহৎ সংসার। ফলে ব্যাক্তিগত লাভ-লোভ, সুযোগ-সুবিধার চেয়ে সামষ্টিক কল্যাণ হয়ে ওঠেছিল তাঁর জীবনাদর্শের মৌলিক বৈশিষ্ট্য। মানবপ্রেমের মমতায় জড়িয়ে থাকার অনন্য অসাধারণ গুণ। তাঁর মতো মায়া জড়ানো এমন মানুষ খুব কম দেখা গেছে।
এক অমোচনীয় ভালোবাসায় আজো জড়িয়ে আছেন তিনি। তাঁর বর্ণাঢ্য কর্ম জীবন সম্পর্কে আগামী প্রজন্ম জানতে আগ্রহী হবে এই প্রত্যাশা করছে ধামরাই উপজেলার সচেতন সুধী সমাজ।
জন্মদিবসে সতত শ্রদ্ধা এই আলোকিত স্বজনের স্মৃতির প্রতি ধামরাই উপজেলার সকল প্রগতিশীল সচেতন সুধীজন সর্বমহলের।