ছাতকে বিকাশে হ্যাক হওয়া ১ লাখ টাকা উদ্ধার করে গ্রাহকে ফিরিয়ে দিলো থানা পুলিশ।
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতকে বিকাশে হ্যাক হওয়া ১ লাখ টাকা উদ্ধার করে গ্রাহকে ফিরিয়ে দিলো থানা পুলিশ।
সুনামগঞ্জ জেলার ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দীনের দিকনির্দেশনায় চতুর্থ বারের মতো বিকাশে হ্যাক হওয়া ১লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন ছাতক থানার এসআই আসাদুজ্জামান আসাদ, টাকা উদ্ধার করার পরে রাতে অফিসার ইনচার্জ কক্ষে ভুক্তভোগির নিকট নগদ টাকা তুলে দিলেন অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন, এসআই আসাদুজ্জামান আসাদ ও এএসআই জলি বেগম।
ভুক্তভোগি টাকা পেয়ে পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, এসআই আসাদুজ্জামান আসাদ ছাতক থানায় যোগদান করার পর থেকে এই নিয়ে চারটি অভিযোগের প্রেক্ষিতে নানান কৌশল ও বৃদ্ধিমত্তা দিয়ে টাকা উদ্ধার করে ভুক্তভোগিদের কাছে তুলে দিতে সক্ষম হয়েছেন, নিজের যোগ্যতা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে পুলিশ কর্মকর্তাদের প্রতি সাধারন মানুষের একটি সুদৃষ্টি ও দিনদিন সুনাম অর্জন করতে সক্ষম হচ্ছে, সাধারণ মানুষের যেকোন প্রয়োজনে পুলিশ কর্মকর্তারা তাদের সকল প্রচেষ্টার মাধ্যমে সেবা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।