সেনবাগে কাজলের উদ্যোগে ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে কাজলের উদ্যোগে ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের মজুমদার হাটে মহান বিজয় দিবসের মাসে বীজবাগ ইউনিয়নের ৬৮ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার কে নিজ ব্যক্তিগত উদ্যোগে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন আওয়ামীলীগ নেতা,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সেলিম উদ্দিন কাজল।
বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বীজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রব চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা খোরশেদ আলম পারভেজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি,সমাজসেবক, শিক্ষানুরাগী,বীজবাগ এন কে উচ্চ বিদ্যালয় ও জয়নগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন মাহমুদ এম.এ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফারুক ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সেলিম উদ্দিন কাজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব,সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম,৯ নং নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,৮ নং বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এয়াকুব মামুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এ কে এম মনছুর আলম চৌধুরী,৮ নং বীজবাগ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আবু সাফিন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।