শীতবস্ত্র নিয়ে রাতের আঁধারে ছিন্নমুল মানুষের দুয়ারে দুয়ারে ইউএনও খালিদ হোসেন।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
শীতবস্ত্র নিয়ে রাতের আঁধারে ছিন্নমুল মানুষের দুয়ারে দুয়ারে ইউএনও খালিদ হোসেন।
পাইকগাছায় প্রচন্ড শীতকে উপেক্ষা করে রাতের আঁধারে ছিন্নমুল মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি মঙ্গলবার রাতে প্রচন্ড শীতের মাঝে নিজেই ড্রাইভ করে কম্বল নিয়ে ছুটে যান পৌরসভা ও গদাইপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বয়রা এলাকার ওয়াপদার বেড়িবাঁধে।
এ সময় তিনি নিজ হাতে ওয়াপদার স্লোপে বসবাসরত ছিন্নমুল মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। দিনভর নানা কাজে শত ব্যস্ততার মধ্যে উপজেলা প্রশাসনের ক্লান্তিহীন মানবিক এ কর্মকর্তাকে প্রচন্ড শীতের মাঝে রাতের আঁধারে ছিন্নমুল মানুষের দুয়ারে দুয়ারে দেখে নির্বাক হয়ে যান সাধারণ মানুষ। প্রশাসনের এমন মানবিক কর্মকর্তাকে কাছে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
বৃদ্ধ, দুঃস্থ ও অসহায় মানুষেরা উপজেলা নির্বাহী অফিসারের জন্য অন্তর থেকে দোয়া এবং শুভ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও সাংবাদিক আব্দুল আজিজ।