আল্লাকে বস্তুতে গুনতে নেই
–মাইন উদ্দিন আহমেদ
আল্লা আল্লা বলার সময়
তসবীর দানারে,
ব্যবহার করতে তোমায়
করছি মানারে।
আল্লাকে যদি ডাকতে হয়
সংখ্যা গুনে গুনে,
আঙ্গুলেরে লাগাও কাজে
শব্দে বা মনে মনে।
বড় বড় আয়াত যদি
তুমি পড়তে চাও,
তসবী ছড়ার তখন তুমি
সহায়তা নাও।
আল্লা আল্লা ধ্বনি শুধু
যখন উচ্চারিবে,
তখন অবশ্যই তুমি
আঙ্গুলে গুনিবে।
তসবীর দানা যদি
করো ব্যবহার,
দানা বলে, “দেখো আমায়
আল্লা বলে বারবার!”
শয়তান এসে তার সাথে
হয় একাকার,
বলে, “দেখো কি দারুণ
মজার কারবার!
আল্লারে ডাকতে গিয়ে
ডাকছে দানারে,
আমিও যে যুক্ত হলাম
কে বলবে কানারে?
অন্ধতো শুনবেনা কভু
যতো করো মানারে।”
মাইন উদ্দিন ডেকে বলে
মুসলমানরা শোনো,
আল্লাকে ডাকতে হলে
আঙ্গুলেই গোনো।
“ওহ্ তাহলেতো আমায়
ভাগতেই হয়”,
এই বলে ইবলিশ বরণ
করে পরাজয়।
সত্যের ঘোষিত হয়
অনন্ত বিজয়!