জেলার খবর

বাঘা যতীন এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ধামরাই উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

বাঘা যতীন এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ধামরাই উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

ব্রিটিশবিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সন্ধ্যায় (১৮/১২/২০২০) ধামরাই উপজেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয় । এতে ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল (রুবেল) নেতৃত্ব দেন।

এ সময় তিনি বলেন , “ধর্মান্ধ মৌলবাদীদের এখনই না থামালে বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না। মৌলবাদকে বিতাড়িত করতে হবে । কুষ্টিয়া শহরে এমন ন্যক্কারজনক ঘটনা আমাদের লজ্জিত করেছে। দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলন এবং পাড়ায় মহল্লায় পাঠাগার স্থাপন করতে হবে।মূলত অশিক্ষার জন্যই দেশে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে।

উল্লেখ্য ,১৮৭৯ সালের ৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির কয়াগ্রামে (বর্তমানে কুষ্টিয়া) জন্ম নেয়া এ বিপ্লবীর আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ভারতে ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেসময় বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের নেতা ছিলেন বাঘা যতীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button