বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিক গণজমায়েত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে
কুষ্টিয়ায় সাংবাদিক গণজমায়েত।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, যারা রাতের কালো আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ক্ষত বিক্ষত করেছে তারা শুধু জাতির পিতার হাত ভাঙেনি।
এদেশের সংবিধান, স্বাধীনতা ও গোটা বাঙালির উপর আঘাত হেনেছে। আর তাই আমরা সাংবাদিক সমাজ নিশ্চুপ থাকতে পারি না। এর দাঁত ভাঙা জবাব দিতে হবে। সরকারের কাছে এর সঠিক বিচার করারও দাবি জানান তিনি।
সোমবার (১৪ ডিসেম্বর-২০২০ খ্রীঃ) বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য চত্বরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদের পরিচালনায় গণজমায়েতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে নেতা শেখ মামুনুর রশীদ, সেবিকা রানী, বরুন ভৌমিক নয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈদুজ্জামান সম্রাট, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ বকুল,নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল হক খোকন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক জামিল হাসান খান প্রমুখ।