জেলার খবর

বেনাপোলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ

বেনাপোলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্দরনগরী বেনাপোলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরামের বেনাপোল শাখার আয়োজনে স্থলবন্দরের কাগজপুকুর শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি শেখ কাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চলনায় স্বরণ সভায় বক্তব্য রাখেন, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, পোর্টথানা ওসি মামুন খান, ইমিগ্রেশন ওসি আহসান হাবিব, চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহআলম, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী, বাংলাদেশ সোস্যাল এ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

স্বরণ সভায় বক্তারা বলেন, এই প্রথম কোন সামাজিক সংগঠন বেনাপোলে শহীদ বুদ্ধীজীবী দিবস পালন করলো। বাঙালী জাতিকে মেধা শুণ্য করতে পাকিস্থানী হানাদার বাহিনীর দোসরা বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে পূর্ব পরিকল্পতি ভাবে দেশের বুদ্ধিজীবী শিক্ষক, দার্শনিক, আইনজীবি, শিল্পী, সাংবাদিক ও চিন্তাবিদদের ধরে নিয়ে গণ হত্যা করে। তবে তাদের সেই চক্রান্ত দেশের স্বাধীনতা আর উন্নয়নের ধারাকে দমিয়ে রাখতে পারেনি। সব অপশক্তিকে মোকাবেলা করে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button