জেলার খবর

যশোর মনিরামপুর বিএনপির বর্ধিত সভায় সিদ্ধান্ত মেয়র প্রার্থী শহীদ ইকবাল।

আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)

যশোর মনিরামপুর বিএনপির বর্ধিত সভায় সিদ্ধান্ত মেয়র প্রার্থী শহীদ ইকবাল।

আসন্ন পৌরসভা নির্বাচনে যশোরের মনিরামপুরে দলীয় প্রার্থী নির্ধারন করতে বুধবার উপজেলা ও পৌর বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্ব সম্মতিক্রমে পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেনকে চুড়ান্ত করা হয়েছে।

দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বুধবার সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে এ যৌথ বর্ধিত সভা।

উপজেলাা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, হাজী শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, রোহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমান, ঝাপা ইউপি সভাপতি আলাউদ্দিন আহমেদ, হরিহরনগর ইউপি সভাপতি উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, কাশিমনগর ইউপি সভাপতি চেয়ারম্যান জিএম আহাদ আলী, ঢাকুরিয়া ইউপি সাধারন সম্পাদক মতিয়ার রহমান, নেহালপুর ইউপি সাধারন সস্পাদক চেয়ারম্যান নজমুস সাদত, মনোহরপুর ইউপি সভাপতি আকতার ফারুক মিন্টু, শ্যামকুড় ইউপি সভাপতি মোশাররফ হোসেন ছাড়াও প্রতি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারন সম্পাদক।

পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জানান, যৌথ বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে পৌরসভা নির্বাচনে দলিয় মেয়র প্রার্থী হিসেবে উপজেলা থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনের নাম চুড়ান্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button