জেলার খবর

রংপুরে এরশাদের বাড়ি পল্লী নিবাস লকডাউন।

রংপুর সংবাদদাতা :

রংপুরে এরশাদের বাড়ি পল্লী নিবাস লকডাউন ঘোষণা করা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের বাড়ি পল্লী নিবাস। তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি’র এক সহকর্মীর করোনা শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা যৌথভাবে রবিবার রাতে রংপুরস্থ এরশাদের বাসভবন পল্লী নিবাস লকডাউন করে। সেখানে অবস্থানরত রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদের একজন সহকর্মীর করোনা পজিটিভ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তনি আরো জানান, একই সঙ্গে সাদ এরশাদ এমপি, তার স্ত্রী মহিমা সাদ এরশাদ, এপিএস আফজালসহ অন্যান্য সকল স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পল্লী নিবাসে জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও জনসাধারণের প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানিয়েছেন, গত ২৩ মে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় পল্লী নিবাসে অবস্থানরত সাদ এরশাদ এমপির সহকর্মীর করোনা পজিটিভ এসেছে। সরকারি নির্দেশনাতেই ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button