নারায়ণগঞ্জে ভালো সাংবাদিকও আছে ইয়োলো সাংবাদিকরাও আছে, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে ভালো সাংবাদিকও আছে ইয়োলো সাংবাদিকরাও আছে, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাংলাদেশের নারী নেতৃত্বের অহংকার একটি সিটি করপোরেশনের প্রথম মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী।
তিনি আমাদের নারী নেতৃত্বের একটি নিদর্শন। উনাকে দেখে অনেক মহিলা জাগ্রত হয়। অনেক মহিলা উনার কথা বলে। যেহেতু আমার স্ত্রীও একজন মেয়র। তার কাছে গল্প শুনি আমি।
আমার স্ত্রী উনাকে দেখে উৎসাহিত হয়েছে। উনি মেয়র হয়েছেন বলেই আমার স্ত্রী উৎসাহিত হয়ে মেয়র হয়ে গেছেন। এই ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনাদের দেখে নারীরা নেতৃত্বে উৎসাহিত হচ্ছে এবং রাজনীতিতে এগিয়ে আসছে। প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছেন নারীরা আজ এগিয়ে যা সারা বিশ্ববাসীর কাছে সম্মান পাচ্ছে।
তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জ নিয়ে অনেকে কথা বলি। নারায়ণগঞ্জের অনেক সমস্যা আছে। অনেক সময় অনেক সম্মান হানি হয়েছে। আবার সম্মান অর্জনও করেছি। সবকিছু মিলিয়েই আমরা । বাবু ভাই এবং আইভী আপা যে লাইন কথা বলে গেছেন। সে লাইনটা অনেক দুঃখের সাথে কথা বলেছেন উনারা।
কারণ ভালো সাংবাদিকও আছে ইয়োলো সাংবাদিকতাও আছে। প্রেসক্লাবের সদস্যরা ভালোও আছে মন্দও আছে। সোমবার (৩০ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের ৬ তলার বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী ফ্লোর এবং লিফট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আরো বলেন , আমরা যারা রাজনীতি করি। যারা রাজনীতির নেতৃত্ব দেই। আমাদেরকে নিয়েই বেশি লেখা হয়। আমাদের সঙ্গে যদি একটি লোকের একটু ধাক্কাক লাগে সেটিই নিউজ হয়ে যায়। কিন্তু অনেকে ধাক্কা লেগে কেটে যায় আহত হয় অনেক কিছু করে সেগুলো নিউজ হয় না। আমাদের কারও সঙ্গে কিছু কথা কাটাকাটি হলেই পেপারে চলে আসে।