দোয়ারাবাজারে কেয়ারটেকার খুনের ঘটনায় জড়িদের শাস্তির দাবিতে মানববন্ধন।
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
দোয়ারাবাজারে কেয়ারটেকার খুনের ঘটনায় জড়িদের শাস্তির দাবিতে মানববন্ধন।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাড়ির গৃহকর্মীকে হত্যায় জড়িত যুক্তরাজ্য প্রবাসী কামরান আব্দুল হাই-সহ অভিযুক্তদের শাস্তির দাবিতে মাববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে দোহালিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সম্মুখে ছাতক-সুনামগঞ্জ সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় সালাম হত্যা মামলার আসামি কামরান আব্দুল হাই, জয়নাল, অজুদ, মছদ-সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের স্বজনসহ এলাকাবাসী।
নিহত সালামের স্ত্রী লাভলী বেগম বলেন, ‘প্রতিপক্ষকে ফাঁসাতে যুক্তরাজ্য প্রবাসী কামরান আব্দুল হাইয়ের নির্দেশে তার মামতো ভাই ও তাদের ছেলেরা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনটি শিশু সন্তান নিয়ে আমি এখন কোথায় গিয়ে দাঁড়াব।
এই নৃসংশ হদত্যাকান্ডে জড়িতদের দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করছি।’ মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, নাজিম উদ্দিন ওরফে সুনুর আলী, গ্রামের প্রবীণ ব্যক্তি মো. আহাদ আলী, মো. আব্দুর রহিম, মো. শাকির আলী, মাওলানা ইসমাঈল আলী, ইলিয়াস উদ্দিন।
উল্লেখ্য, ১৬ নভেম্বর দিনগত রাতে দোয়ারাবাজার উপজেলার গোরেশপুর গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহকর্মী আব্দুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় বাড়ির মালিকসহ আট জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সালামের স্ত্রী লাভলী বেগম। ঘটনার পর দিন পুলিশ ৭ আসামিকে গ্রেফতার করে জেল হাজাতে প্রেরণ করেন।