যশোর মণিরামপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফলোআপ মিটিং অনুষ্ঠিত।
আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)
যশোর মণিরামপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফলোআপ মিটিং অনুষ্ঠিত।
সরকারী নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রেখে মণিরামপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার মণিরামপুর পাবলিক লাইব্রেরীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ‘পাভে’ প্রকল্পের পিস ফ্যাসিলিটেটর গ্রুপের-পিএফজি’র উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি’র কো-অর্ডিনেটর অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন।
দি হাঙ্গার প্রজেক্ট এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর গিয়াস উদ্দীনের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক ও পিএফজি’র সদস্য মোতাহার হোসেন, মণিরামপুর পাবলিক লাইব্রেরীর সম্পাদক ও পিএফজি’র সদস্য প্রভাষক নুরুল হক, পিএফজি’র পিস এ্যাম্বাসেডর ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পিএফজি’র সদস্য অধ্যাপক এম.আলাউদ্দীন, অধ্যাপক বাবুল আকতার, প্রভাষক সঞ্জয় কুমার দে, পৌর কাউন্সিলর পারভীনা আকতার, সাবেক পৌর কাউন্সিলর অনিমা মিত্র, আশ্রয়ন সেবা সংস্থার নির্বাহী পরিচালক সুরাইয়া নার্গিস, প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়, আমেনা ফাউন্ডেনের পরিচালক সফিকুজ্জামান সফিক, পিএফজি’র সদস্য সফি , ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান ফয়সাল প্রমুখ। এ সভায় পিএফজি’র গুরুত্বপূর্ণ কিছু কার্যক্রম বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থেকে ৭ সদস্যের স্টুডেন্ট এ্যাম্বাসেডর মনোনীত করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।