বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: নগদ অর্থসহ সরকারী কাগজপত্র লোপাট।
এনামুল হক রাশেদী, বাঁশখালী, উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, নগদ অর্থসহ সরকারী কাগজপত্র লোপাট।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ে দু:সাহসিক এক চুরির ঘটনা ঘটেছে।
এ সময় চোরের দল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হিসাব বিভাগ থেকে নগদ অর্থ ও বিভিন্ন সরকারী কাগজপত্র নিয়ে যায় বলে জানা গেছে।
১৭ নভেম্বর’২০ ইং গভীর রাতে চোরের দল হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে জানালার গ্রিল কেটে ভিতরে ডুকে হিসাব বিভাগের অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর রুমে ডুকে আলমারী তালা ভেঙ্গে নগদ টাকা ও বিভিন্ন কাগজপত্র নিয়ে যায়।
বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্মকর্তা ডাঃ শ্যামলী দাশ জানান, “পুর্বের দিন মঙ্গলবারে বিকাল ৪ টায় আমরা সবাই নিয়মমাফিক অফিস করে আমাদের আবাসিক অবস্থানে চলে যাই, পরদিন বুধবার সকালে অফিসে এসে দেখি, হল রুমের জানালার গ্রিল কেটে চোরেরা হাসপাতাল ভবনে আমার কক্ষ সহ হিসাব বিভাগে ঢোকে।
এরপর তারা আমার কক্ষের পাশে থাকা হিসাব বিভাগের কক্ষে ঢুকে আলমারিতে সংরক্ষিত ৭৫ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল ও কাগজপত্র নিয়ে যায়। এ সময় কাগজপত্র তছনছ করা হয়। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ও উপজেলা প্রশাসন সহ আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের কে বিষয়টি অবহিত করা হয়েছে।”