কার্তিক মাসে উপবাস পালন আর প্রদীপ জ্বালাতে বলেছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
কার্তিক মাসে উপবাস পালন আর প্রদীপ জ্বালাতে বলেছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী।
বিপদ-আপদ আর রোগ-ব্যাধি থেকে রক্ষা পেতে কার্তিক মাসে উপবাস পালন আর প্রদীপ জ্বালাতে বলেছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী।
প্রিয়জনের মঙ্গল কামনায় সেই থেকে কার্তিকের ১৫ তারিখ থেকে মাসের শেষ পর্য়ন্ত প্রতি শনি ও মঙ্গলবার উপবাস পালন শেষে প্রদীপ আর ধুপ জ্বেলে প্রার্থনায় শামিল হন লোকনাথ ভক্ত অগুনতি সনাতন ধর্মাবলম্বীরা।
করোনাভাইরাস মহামারীর মধ্যে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে শনিবার সন্ধ্যায় কার্তিকের উপবাসের শেষ দিন বারদী ইউনিয়নে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে কয়েকশ নারী-পুরুষ প্রদীপ, ধুপ, শোলা,ফল, ফুল সামনে নিয়ে সমবেত হয়েছিলেন পুণ্যার্থী।ব্রতের আগের দিন সংযম করতে হয়। তারপর উপবাস রেখে সন্ধ্যার আগে ধুপ, প্রদীপ ইত্যাদি নিয়ে বসতে হয়।
আরাধনায় বসে প্রদীপ জ্বলানোর সাথে সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়।সংযম, মনোব্রত ও মনটাকে একাত্মচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপ যখন জ্বলা শেষ হবে চালকলা দিয়ে পুণ্যার্থীরা খায়। অনেকে এই চাল রেখে দেয়, যখন বিপদ-আপদ আসে তখন খায়।