খুলনার পাইকগাছায় সন্দেহজনক ঘোরাঘুরি করা কালে ১ ব্যাক্তি আটক; আদালতে প্রেরণ।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
খুলনার পাইকগাছায় সন্দেহজনক ঘোরাঘুরি করা কালে ১ ব্যাক্তি আটক; আদালতে প্রেরণ।
খুলনার পাইকগাছায় জবের আলী (৫০) নামে সন্দেহভাজন এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার বাঁকা বাজারস্থ টহল পুলিশ রাত্রিকালীন নিরাপত্তা ডিউটি করাকালে তাকে আটক করে।
আটক জাবের আলী ওরফে জবেদ আলী মোড়ল ওরফে গেটল এর বিরুদ্ধে পাইকগাছা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। সে ২০১৭ সালের বটিয়াঘাটা থানার এফআইআর নং ১৭, জিআর ২০৯ ও ২০১২ সালে পাইকগাছা থানার এফআইআর নং ৩৪, জিআর নং ২১৪, ২০১৭ সালে এফআইআর নং ৪৯ ও জিআর ১৩৬ নং মামলার এজহারভুক্ত আসামী। ধৃত জাবের বনদস্যুর সক্রিয় সদস্য বলে জানাগেছে।
এ বিষয়ে ওসি এজাজ শফি জানান, থানার অধিনস্থ পুলিশ ভোর রাতে উপজেলার বাঁকা বাজারে নিরাপত্তা ডিউটি করাকালীন তাকে সন্দেজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায় সঠিক তথ্য প্রদানে তার কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। আটক জাবের ওরফে জবেদ মোড়ল তার নাম পরিচয় গোপন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভুল তথ্য প্রদান করেছে। সে বনদস্যুর সক্রিয় সদস্য কিনা তা তদন্ত করা হচ্ছে। তাকে ফৌ.কা.বি আইনের ৫৫ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।