জাতীয়

অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

চট্রগ্রাম সংবাদদাতা-ঃ

অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ, বাজার মনিটরিং ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা এবং গনপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহনের বিষয়টি তদারকি করার জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এরই অংশ হিসাবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩ টি মামলায় মোট ১২,০০০ (বার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার ২১ মে সকাল সাড়ে ১১:৩০ থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত নগরীর পতেঙ্গা, ইপিজেড,বন্দর,আকবরশাহ এবং পাহাড়তলী এলাকায় সিএমপির সহায়তায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের র্নিবাহী ম্যাজিষ্ট্রেট শিরীন আক্তার ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিরীন আক্তার নগরীর পতেঙ্গা, ইপিজেড,বন্দর,আকবরশাহ এবং পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রমজানে বাজার দর নিয়ন্ত্রনে বাজার মনিটরিং করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের সচেতন করা হয়। অভিযান চলাকালে সিটি গেইটে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় দুই চালককে দুই মামলায় ১১,০০০(এগার হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ইপিজেড এলাকায় বিএসটিআই এর প্রসিকিউটর সহ বিভিন্ন জুয়েলারির দোকানে অভিযান চালানো হয়। অভিযানে ৩ টি মোট ১২,০০০(বার হাজার) টাকা জরিমানা করা হয়।

পরে এলাকাগুলোতে মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে শারীরিক দূরত্ব বজায় রাখতেও সচেতন করা হয় এবং সরকার র্নিদেশিত সাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে সর্তক করেন।
পুরো রমযান মাস জুড়ে ও করোনা পরিস্থিতি সাভাবিক না হওয়া পর্যন্ত জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্নিবাহী ম্যাজিষ্ট্রেট শিরিন আক্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button