জেলার খবর

স্বাধীন বাংলাদেশের বাঁশখালী আসনের প্রথম সাংসদ শাহ-ই-জাহানের চির বিদায়।

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

স্বাধীন বাংলাদেশের বাঁশখালী আসনের প্রথম সাংসদ শাহ-ই-জাহানের চির বিদায়।

বিশ্ব মহামারী করোনার হিংস্র থাবা থেকে রেহাই পেলনা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা, স্বাধিন বাংলাদেশের বাঁশখালী আসনের সর্বপ্রথম ও সাবেক সাংসদ শাহ-ই-জাহান চৌধুরী।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।(ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

৩ অক্টোবর’২০ ইং দুপুর সাড়ে বারোটার সময় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি গত মাসের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন।

শাহ ই জাহান চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের চট্টগ্রাম অঞ্চলের অন্যতম সংগঠক। ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক ছিলেন কিংবদন্তি এই নেতা। রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতিসহ বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন।

১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাঁশখালী আসন থেকে এমপি নির্বাচিত হন। সারাজিবন প্রচারবিমুখ- নির্লোভ ও সততার মূর্ত প্রতিক শাহ ই জাহান চৌধুরীর মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি পশ্চিম বাঁশখালীসহ পুরো বাঁশখালীতে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button