জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়া কাঞ্চন পুর গ্রামবাসী যুব সংঘের উদ্যোগে শ্রী শ্রী সার্বজনীন সারদীয় দুর্গোৎসব।

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া কাঞ্চন পুর গ্রামবাসী যুব সংঘের উদ্যোগে শ্রী শ্রী সার্বজনীন সারদীয় দুর্গোৎসব।

ঢাকের সানাই কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর ব্রাহ্মণবাড়িয়া শহরের আশপাশ এলাকার প্রতিটি পূজামণ্ডপ।

ব্রাহ্মণবাড়িয়া শ্রী শ্রী পাগল শংকর আখড়া মন্দিরে কাঞ্চন পুর গ্রাম বাসী যুব সংঘের উদ্যোগে শ্রী শ্রী সার্বজনীন সারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের আয়োজন করেন,

মহানবমী রাতে শ্রী শ্রী সার্বজনীন সারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পঙ্কজ বড়ুয়া।

প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এম এ এইচ মাহবুব আলম (সাধারণ সম্পাদক সদর আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়া), প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল হক পাভেল চেয়ারম্যান ১৩নং মাছিহাতা মডেল ইউনিয়ন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মোঃ মনির ঠাকুর (অর্থ বিষয়ক সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ ব্রাহ্মনবাড়িয়া), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ পরশ চৌধুরী, মোঃ আল-আমিন মেম্বার, শাহিনুর রহমান শাহিন, বীর মুক্তিযুদ্ধা মোঃ জসিম, মোঃ রমজান মিয়া, আলমগীর মেম্বার, মোঃ আব্দুর রহমান মেম্বার, মোঃ মলাই মিয়া কাজল, এডভোকেট সুভাষ চন্দ্র দাস প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন শারদীয় দুর্গোৎসব সকল নাগরিকের শান্তি,কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি, আমার প্রত্যাশা, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।

ধর্ম যার যার উৎসব সবার এ প্রতিপাদ্যে দেশের অন্যান্য অঞ্চলের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও শতবছর ধরে উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দুর্গোৎসব উদযাপন হয়ে আসছে।

কিন্তু করোনা ভাইরাস সংক্রমণে বর্তমান বিশ্ব বিপর্যস্ত।
ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে আখ্যায়িত করায়, হিন্দু সম্প্রদায় এ বছর দুর্গোৎসব জনসমাগম এড়িয়ে, স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button