বাঁশখালীতে ধর্ষন ও নারী নির্যাতনের বিরোদ্ধে বিট পুলিশিংয়ের ক্যাম্পেইন সমাবেশ।
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধির-(চট্টগ্রাম)
বাঁশখালীতে ধর্ষন ও নারী নির্যাতনের বিরোদ্ধে বিট পুলিশিংয়ের ক্যাম্পেইন সমাবেশ।
সম্প্রতি দেশব্যাপী আলোচিত সমালোচিত ধর্ষন ও নারী নির্যাতনের বিরোদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে সমাজের বিভিন্ন পেশাজীবি নারী-পূরুষদের নিয়ে এক সচেতনতা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
১৭ অক্টোবর, শনিবার সকাল ১০ টার সময় উপজেলার পশ্চিম বড়ঘোনা সকাল বাজারস্থ গন্ডামারা ইউপি কার্যালয় চত্বরে গন্ডামারা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শামসুল আলম ছিদ্দীকি।
বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিহাব সিকদার, ৫ নং ওয়ার্ডের ইউপিএম ও প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ইউপিএম মোহাম্মদ আনসার, গন্ডামারা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আকতার হোসেন, স্থানীয় মানব জমিন প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনি এবং দৈনিক বিজয় ও চ্যানেল কর্নফুলী প্রতিনিধি সাংবাদিক এনামুল হক রাশেদী।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার শামসুল আলম ছিদ্দিীকি সমাজে ধর্ষন ও নারী নির্যাতন সহ জুয়া-নেশার বিরোদ্ধে স্থানীয় পুলিশকে সক্রিয় থাকার আহ্বান জানান।
শিহাব সিকদার সম্প্রতি ধর্ষন ও নারী নির্যাতনের বিরোদ্ধে মৃত্যুদণ্ড আইনের কথা স্মরন করিয়ে দিয়ে উপস্থিত জনতাকে সামাজিক সচেতনতা সুষ্টিতে সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এসআই আরিফ বলেন, পুলিশ জনগনের বন্ধু, ধর্ষন ও নারী নির্যাতন সহ সামাজিক যে কোন অপরাধের তথ্য জানিয়ে স্থানীয় পুলিশকে জানানোর সাথে সাথে পুলিশ হাজির হবে, এছাড়াও ভুক্তভোগী জনগনকে যে কোন ধরনের সহযোগীতার জন্য নি:সংকোচে ক্যাম্পে আসার আহ্বান জানিয়ে নিজের সেল-ফোন নম্বর (০১৬৭৬-৫৩২৫০৬) সর্বসাধারনের জন্য উম্মূক্ত করে দেন।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, ইমাম সমাজের পক্ষ থেকে হাফেজ আবু তৈয়ব, নারী প্রতিনিধি হাজেরা বেগম, মোহা: আকতার প্রমূখ:।