সোনারগাঁ থানার বারদী ইউনিয়ন চেয়ারম্যান জনাব জহিরুল হকের নেতৃত্বে মাদক, সন্ত্রাস, ইভটিজিংনিয়ে সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁ থানার বারদী ইউনিয়ন চেয়ারম্যান জনাব জহিরুল হকের নেতৃত্বে মাদক, সন্ত্রাস, ইভটিজিংনিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ থানার বারদী ইউনিয়নে বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব জহিরুল হকের নেতৃত্বে মাদক, সন্ত্রাস, ইভটিজিংও করোনাভাইরাসকালীন সচেতনতা মূলক সভা পালন করা হয়েছে।গত বৃহস্পতিবার এই সভা চেঈাকান্দি স্কুলের সমনে আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহিরুল হক,সে সময় তিনি বলেন মাদক, ইভটিজিং আমাদের সমাজের একটি ব্যাধি।
মাদক সমাজের নানা ভাবে ক্ষতি করতে পারে। তাই সকলে মাদক এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আনুরোধ করেন।তিনি বলেন আমি দুই বার নির্বাচিত হয়েছি আমি চেস্টা করেছি যাতে আমার ইউনিয়নে কোনো মাদক ব্যবসা না হয়।আমি যদি আবার নির্বাচিত হই আমি এগুলোর বিরুদ্ধে সব সময় থাকবো।
সে সময় তিনি করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহব্বান জানান।তিনি বলেন আমি বিগত সময় গুলোতে আপনাদের সেবা করেছি সামনেও করবো।স্থানীয় লোকদের কাছ থেকে জানা গেছে জহিরুল হক চেয়ারম্যানকে যদি রাত (৩) তিনটায়ও কল দোয়া হয় তিনি তাদের সমস্যার সমাধান করার চেস্টা করেন।
সে সময় উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক বারদীর ইইউনিয়নেরর প্রদীপ কুমার দাস,রাসেদ আহম্মেদ মুঞ্জু (যুবলীগ সভাপতি বারদী),শরিফ সরকার, আলমগীর সরকার, হাফেজ মিজান,আসাদ, ইত্তাদুল হক, ফারুক মেম্বার, বাবুল মেম্বার,আওয়ামীলীগ নেতা আলী মিয়া প্রধান,পিয়ারা মেম্বানীসহ অনেকে।