নারায়ণগঞ্জের বন্দরে ৭ বছরের শিশু আকিব হত্যার রায়।
নারায়ণগঞ্জের বন্দরের ৭ বছরের শিশু আকিব হত্যা মামলার প্রধান আসামির রতন কে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহিন উদ্দিন এ রায় দেন।
২০১৫ সালের ২৩ নভেম্বর বাড়ীর পাশের খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আকিব। রাতে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপন চায় অপহরনকারীরা। আসামির চাওয়া মুক্তিপণের টাকা দেয়ার পর পরিবারের কাছে অপহরণকারী ফিরিয়ে দেননি শিশুটি কে। চারদিন পর বন্দরের জাকির শাহ মাজারের পেছনের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা জামাল মিয়া বাদি হয়ে বন্দর থানায় একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আজ এ রায় দেন।
নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি রকিব উদ্দিন জানান, একটি শিশুকে অপহরণ করে ২০ হাজার টাকা মুক্তিপণ নেয়ার পরও তাকে হত্যা করা হয়। এই মামলার প্রধান আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত মামলার বিচারকাজ ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন । আজ নারী-শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন।
ছেলে হত্যার রায়ে সন্তুষ্ট হয়ে শিশু আকিবের বাবা সংশ্লিষ্ট দের কাছে দাবি জানিয়েছেন দ্রুত যাতে রায় কার্যকর করা হয়।