ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও আলোক প্রজ্জ্বলন।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও আলোক প্রজ্জ্বলন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা ও নির্যাতন, লক্ষীপুরের রামগতিতে বিধবা নারীকে গণধর্ষণ, ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ, সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে, নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে আজ ৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ধামরাই উপজেলা ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয় বাথুলি এক্সেলের পশ্চিম পার্শ্বে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং আলোক প্রজ্জ্বলন কর্মসূচি গ্রহণ করা হয়।
এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, “দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
উক্ত বিক্ষোভ আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, রবিউল আউয়াল, নাঈম হোসেন, সুমন চৌধুরী, মাহিবুর রহমান খান মুন্না, সানোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মানিক মিয়া, মুজিবুর রহমান, ইসরাফিল খোকন প্রমুখ।