নোয়াখালীর সেনবাগে এক নারীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন
নোয়াখালীর সেনবাগে এক নারী করোনা আক্রান্ত হয়েছেন।সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান,ওসি আবদুল বাতেন মৃধা,এমওডিসি ডা. নির্ণয় পাল, ইন্সপেক্টর ওবায়দুল হক, স্বাস্থ্যকর্মী ওমর ফারুকসহ প্রতিনিধি দল তার বাড়িতে লাল পতাকা উড়িয়ে দেয়।সেই সঙ্গে বাঁশ দিয়ে চলাচলের পথ বন্ধ করে লকডাউন ঘোষণা করেন।আক্রান্ত সালমা সেনবাগ পৌরসভার ৩ নং ওয়ার্ডের আমান উল্যা হুজুরের কন্যা। তার শ্বশুরবাড়ি চৌমুহনীর মিরওয়ারিশপুরে।সেখানে তার জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে আমান উল্যা কন্যাকে সেনবাগে নিয়ে আসেন।এতে স্থানীয়রা কানাঘুষা করলে স্বাস্থ্য বিভাগ ৩ জনের নমুনা সংগ্রহ করে। এর মধ্যে সালমার করোনা সনাক্ত হয়।