সেনবাগে বিজবাগ ইউপির ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচন ১০ অক্টোবর।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে বিজবাগ ইউপির ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচন ১০ অক্টোবর।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বিজবাগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।
সেনবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ৫ নং ওয়ার্ডের রির্টানিং কর্মকর্তা মোছাম্মৎ সাহেদা আক্তার ১৪ সেপ্টেম্বর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভোট গ্রহণের ওই বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে।
বিগত ২০১৯ সালের ১৫ নভেম্বর ওই ওয়ার্ডের মেম্বার অজি উল্লাহর মৃত্যু জনিত কারণে সাধারণ আসনটি শূন্য হয়। এরপর ২০২০ সালের ২১ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু করোনার কারণে ওই ভোট গ্রহণ স্থগিত করা হয়।এরপর আগামী ১০ অক্টোবর শনিবার ফের নিবাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।
এ নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত জনপ্রিয়তা ও প্রচার প্রচারণায় এগিয়ে আছেন হাটপুকুরিয়া গ্রামের আব্দুল গোফরানের ছেলে ও মৃত অজি উল্লাহ মেম্বারের ভাতিজা মোঃ হান্নান।তিনি তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।