অ্যাটর্নি জেনারেল মাহবুবে
আলম আর নেই।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)। আজ রবিবার (২৭শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
বাবার মৃত্যুর কথা নিশ্চিত করে তাঁর ছেলে সাংবাদিক সুমন মাহবুব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন ৭১ বছর বয়সী মাহবুবে আলম।
সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে, তিনি করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ মুক্ত হলেও গত শুক্রবার ভোরে শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানও তিনি।