জাতীয়

দুর্গা পূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

স্টাফ রিপোর্টঃ

দুর্গা পূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

“কেবল সংগঠন নয়, আসুন সংগঠিত হই” স্লোগান নিয়ে সচেতন হিন্দু সমাজ নামে ঐক্যবদ্ধ প্লাটফর্মের অধীনে প্রায় ১৫ টি সংগঠনের সমন্বয়ে দুর্গাপূজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে চট্টগ্রামে প্রেসক্লাব চত্তরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ। সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন হিন্দু সমাজের আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক রিপম দাশ শেখর।

টিটু শীল অর্পের সঞ্চালনায় বক্তব্য দেন চমিকের কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, রমনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা, অধ্যাপক বনগোপাল চৌধুরী, সাংবাদিক বিপ্লব পার্থ, ডা. কথক দাশ, সুজিত সরকার, প্রিতম দেবনাথ, রুবেল কান্তি দে, বিশ্বজিৎ সরকার, বাপ্পীদেব বর্মণ, লিংকন তালুকদার, অশোক চক্রবর্তী, অমিত ধর, রুবেল কান্তি দেবনাথ, বিকাশ কান্তি দাশ, উত্তম কুমার দে, মিন্টু দেবনাথ, নেপাল শীল, কমলেন্দু শীল, গোপাল দাশ টিপু, লিপ্টন দেবনাথ, রিপন দাশ,ছোটন চৌধুরী রয়েল,রিপন ঘোষ, রাজু দাশ, রবিন পাল, অভিজিৎ দেবনাথ প্রমুখ।

কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,জাগো হিন্দু পরিষদ, সনাতন, বিশ্ব সনাতন ঐক্য, শারদাঞ্জলি ফোরাম, বাংলাদেশ হিন্দু পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ, গোয়ালপাড়া লোকনাথ সেবা সংঘ, গীতামমৃতম সংঘ বাংলাদেশ, সনাতন মৈত্রী সংঘ, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, বাংলাদেশ বৈদিক পরিষদ, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদ, নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন, জাতীয় স্বাধীনতা পার্টির নেতা-কর্মী-সংগঠকেরা।

বক্তারা বলেন, সংবিধানে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও সুযোগ সুবিধার বিধান থাকা সত্ত্বেও এদেশের হিন্দু সম্প্রদায় সে সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপুজা।

সারাবছর তারা এ উৎসবের দিকে চেয়ে থাকে। পরিবারের সবাই এই ধর্মীয় উৎসবেই একত্রিত হওয়ার জন্য উন্মুখ থাকে; অথচ শুধু পূজার শেষের দিন অর্থাৎ বিজয়া দশমীর ১ দিন সরকারি ছুটি থাকায় তারা পরিবার পরিজন নিয়ে ধর্মীয় উৎসব পালন করার সুযোগ থেকে বঞ্চিত থাকেন। তাই এদেশের হিন্দু সম্প্রদায় সবসময় সরকারের কাছে দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির জন্য জোর দাবী জানাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button