কোনো দেশের সঙ্গে যুদ্ধের ইচ্ছা নেই চীনের।
কোনো দেশের সঙ্গে যুদ্ধের ইচ্ছা চীনের নেই বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জাতিসংঘের ৭৫তম অধিবেশনে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমনটি বলেন।
শি বলেন, কোনো দেশের সঙ্গে শীতল বা উত্তপ্ত যুদ্ধে জড়িয়ে পড়ার ইচ্ছা চীনের নেই। শির মতে, প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য হওয়া স্বাভাবিক। তবে তাদের আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
শি জিনপিং বলেন, চীন বিশ্বব্যাপী শান্তিপূর্ণ, উন্মুক্ত, সমবায় ও সাধারণ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বৃহত্তম উন্নয়নশীল দেশ।
আমরা কখনোই আধিপত্য, প্রসার বা প্রভাব বাড়ানোর পক্ষপাতী নই। ক্রমাগত আলোচনার মাধ্যমে অন্যের সঙ্গে বিরোধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করব।