জেলার খবর

পাইকগাছার লতায় বিট পুলিশিং সভায় ওসি এজাজ শফি; সকল প্রকার অপরাধ কমিয়ে আনতে হবে।

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছার লতায় বিট পুলিশিং সভায় ওসি এজাজ শফি; সকল প্রকার অপরাধ কমিয়ে আনতে হবে।

পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে মাদক, জুয়া, বাল্যবিবাহ রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করতে হবে। এ সকল বিষয়ে পাইকগাছা থানা পুলিশ আপনাদের পাশে থাকবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।

আজ শনিবার সকাল ১০ টায় উপজেলার লতা ইউনিয়নে কাঠামারী বাজার দূর্গামন্দির মাঠে আয়োজিত লতা ইউনিয়ন পুলিশিং ফোরাম উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওসি এজাজ শফি।

লতা ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি ও লতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম।

লতা ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক গৌতম রায়ের পরিচালনায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, সদস্য মালেক তালুকদার, লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ বিশ্বাস, সাধারন সম্পাদক বিপুল বিশ্বাস, প্রধান শিক্ষক অজয় রায়, ইউপি সদস্য আলমগীর খলিফা, আওয়ামীলীগ নেতা আদিত্য বিশ্বাস, নিরাপদ মন্ডল, তপন মন্ডল, শওকাত হাওলাদার, অভিজিত মন্ডল, যুবনেতা মৃগাঙ্ক বিশ্বাস, মিজান সানা, সহ লতা ইউনিয়নের সুধীসমাজের ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button