জেলার খবর

আখাউড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষথেকে অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান।

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

আখাউড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষথেকে অর্থ ও খাদ্যসামগ্রী প্রধান।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টনকী গ্রামে গতকাল, আগুনে কেড়ে নিল বৃদ্ধ মরিয়মে শেষ সম্বল, এই শিরনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এরই পরিপেক্ষিতে আজ সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বৃদ্ধা মরিয়ম বেগম সম্পর্কে খোজ খবর নেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ ১০হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন, খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৩০কেজি চাউল, ডাল, তেল ও শুকনা খাবারসহ অন্যান্য খাদ্য সামগ্রী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা তাপস চক্রবর্তী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়া, ওয়ার্ড মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূইয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিককে জানান, সরকারী প্রশাসনের পক্ষথেকে মরিয়ম বেগমকে সার্বিকভাবে যতটুকু সম্ভব সহযোগীতা করা হবে, পাশাপাশি স্থানীয়ভাবে সচ্চল সভাইকে আর্থিকভাবে তার পাশে দাড়ানোর আহ্ববান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button