জেলার খবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার বহিষ্কারের প্রতিবাদে ৩৩ নেতার গণপদত্যাগ।

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার বহিষ্কারের প্রতিবাদে ৩৩ নেতার গণপদত্যাগ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান আকাশকে বহিষ্কারের প্রতিবাদে ৩৩ নেতা গণপদত্যাগ করেছেন।জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) ছাত্রলীগের দলীয় প্যাডে উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না ও সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান আকাশকে বহিষ্কার করা হয়।

সংগঠনবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
জাহিদুর রহমান আকাশের বহিষ্কারাদেশ এর প্রতিবাদে ওইদিন রাতে চরহাজারী ইউনিয়ন, চরপার্বতী ইউনিয়ন ছাত্রলীগ এবং হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের ৩৩ জন নেতা ব্যক্তিগত সমস্যা দেখিয়ে দলীয় স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেন।

পদত্যাগকারী নেতারা জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহানের (২০) ওপর ইউপি সদস্য নুরুল্লাহর নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহানের (২০) ওপর ইউপি সদস্য নুরুল্লাহর নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এতে ৭/৮ জন আহত হন। এ হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে কদমতলা বাজারে প্রতিবাদ মিছিল করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান আকাশ। ওই মিছিলে অংশগ্রহণ করার কারণে তাকে বহিষ্কার করা হয়। তার বহিষ্কারের প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন।

ছাত্রলীগের ৩৩ জন নেতার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার রিজভী, চরপার্বতী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাইমুন এবং সাংগঠনিক সম্পাদক রিপাত হাসান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না জানান, তারা দলীয় গঠনতন্ত্র মোতাবেক পদত্যাগ করেননি বিধায় তাদের পদত্যাগ কার্যকর করা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button