যশোর জেলা পুলিশ এ্যডিশনাল আইজির বোনাই-এর মৃত্যুতে দাফন সম্পন্নের মাধ্যমে খুলনা বিভাগে করোনায় মৃত ৫০টি (অর্ধশত) কাফন-দাফন সম্পন্ন করেছে খেদমতে খলক ফাউন্ডেশন।
আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)
যশোর জেলা পুলিশ এ্যডিশনাল আইজির বোনাই-এর মৃত্যুতে দাফন সম্পন্নের মাধ্যমে খুলনা বিভাগে করোনায় মৃত ৫০টি (অর্ধশত) কাফন-দাফন সম্পন্ন করেছে খেদমতে খলক ফাউন্ডেশন।
দক্ষিণ বঙ্গে করোনাকালে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম খেদমতে খলক ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা/করোনা উপসর্গে মৃতদের জন্য কাফন-দাফনে সেবামূলক বিশেষ ভূমিকা পালন করছে।
ইতিমধ্যে খুলনা বিভাগের ৬৩টি উপজেলাতে উপজেলা ভিত্তিক টীম গঠন করে করোনায় মৃতদের দাফন কাজে বিশেষ ভূমিকা পালন করছে খেদমতে খলক ফাউন্ডেশন।
যশোর জেলার কোতয়ালী থানার জেল রোড নিবাসী যশোর জেলা পুলিশ এ্যডিশনাল আইজি জনাব মঈন আহমেদ-এর বোনাই বিশিষ্ট ব্যবসায়ী রাজউদ্দিন আহমেদ সন্ধ্যা ৭.০০টায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে করোনা (কোভিড-১৯+) আক্রান্ত হয়ে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেন। এ খবর যশোর জেলা পুলিশ এডিশনাল এসপি জনাব সালাউদ্দিন সাহেব খেদমতে খলক ফাউন্ডেশন-এর পরিচালক মুফতি ইয়াহ্ইয়া (দাঃ বাঃ) কে রাত ১০টা ৩৮মিনিটে অবগত করেন। খবর পেয়ে ২৫/০৮/২০ রোজ মঙ্গলবার সকাল: ৭টা ৩০মিনিটে মুফতি সাইফুল ইসলাম (০১৭১৮১৮০৪১৬) এর সমন্বয়ে কেন্দ্রীয় কাফন-দাফন-এর ছয় সদস্যের টীম সহ সেখানে পৌঁছায়। এবং তারা যথাযথ নিয়মানুযায়ী শরীয়াহ সম্মতভাবে দাফন-এর কাজ পরম যতেœ শেষ করে।
খেদমতে খলক ফাউন্ডেশনের প্রচার বিষয়ক সমন্বয়কারী মুফতি সাইফুল ইসলাম জানান, ইতিমধ্যে ঢাকা জেলার খিলক্ষেত থানায় ১জন, খুলনা বিভাগের ৬৩টি উপজেলার যশোর জেলার কোতয়ালী থানায় ৬ জন, মণিরামপুর থানায় ২ জন, অভয়নগর থানায় ২ জন, বাঘারপাড়া থানায় ১ জন, কেশবপুর থানায় ২ জন, শার্শা থানায় ২ জন, খুলনা জেলার খালিশপুর থানায় ৪ জন, ডুমুরিয়া থানায় ১ জন, ঝিনাইদাহ জেলার সদর থানায় ১ জন, কোটচাঁদপুর থানায় ২ জন, শৈলকুপা থানায় ৩ জন, হরিণাকুন্ডু থানায় ৩ জন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় ৪ জন, কালীগঞ্জ থানায় ১ জন , পাটকেলঘাটা থানায় ২ জন , কুষ্টিয়া জেলার সদর থানায় ৩ জন, খোকসা থানায় ২ জন, মেহেরপুর জেলার সদর থানায় ১জন, চুয়াডাঙ্গা জেলার সদর থানায় ৫ জন ও দামুড়হুদা থানায় ২ জন সহ মোট ৫০জন করোনা মৃতদের কাফন-দাফন সম্পন্ন হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা বা করোনা উপসর্গ নিয়ে কেউ মৃত্যু বরণ করলে তার গোসল, কাফন-দাফনের জন্য খেদমতে খলক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে ০১৯১১-০১৯৭৪৪ দেন।
উল্লেখ্য খুলনা বিভাগের প্রতিটি থানাতেই খেদমতে খলক ফাউন্ডেশন-এর কাফন-দাফনের প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক টীম প্রস্তুত আছে এবং নিজস্ব ফ্রী এম্বুলেন্স সার্ভিস-এর ব্যবস্থা আছে।