জেলার খবর

পাইকগাছার দেলুটি ইউনিয়নের ২ শ বানভাসি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী প্রদান।

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছার দেলুটি ইউনিয়নের ২ শ বানভাসি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী প্রদান।

খুলনার পাইকগাছা উপজেলার দ্বীপঅঞ্চল দেলুটি ইউনিয়নের বানভাসি ২ শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল পানিবন্দি হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ কেজি তৈল, ১ কেজি লবন ও ৫০০ গ্রাম করে নুডলস প্রদান করা হয়।

উল্লেখ্য গত বুধবার আমাবস্যা গোনে জোয়ারের পানির চাপে দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের ২০ ও ২০/১ নং পোল্ডারের চকরিবকরি বদ্ধ জলমহালের প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেউয়াবুনিয়া, চকরিবকরি, পারমধুখালী ৩ (তিন) টি গ্রাম প্লাবিত হয়। গ্রামগুলির অাংশিক অংশ দীর্ঘদিন যাবৎ প্লাবিত অবস্থায় অাছে। এমতাবস্থায় প্রায় ২০০(দুই শত) পরিবার বানভাসি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।

খুলনা-৬ সংসদ সদস্য ও মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদত্ত ত্রান সামগ্রী শুকনো খাবার সরেজমিনে গিয়ে পৌঁছে দেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি মহিলা সদস্য প্রীতিলতা ঢালী, যুবলীগের বিভূতি সরকার, প্রসেনজিত মন্ডল মিঠু, মিহির সরকার ও গ্রাম পুলিশ সুবোল মন্ডল, কৃষ্ণপদ মন্ডল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button