পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়!
খুলনার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মুহাঃ আরাফাতুল আলম সোমবার বিকেলে পৌর সদরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় মুদি দোকানদার রুহুর কুদ্দুস, অলোক সাধু, আব্দুস সাত্তার গাজী, উত্তম সাধুকে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে প্রত্যেকে ৫শ টাকা করে জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খুলনা পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোক্তর আলী পাটোয়ারী, পুলিশের এস আই পলাশ আহম্মেদ, পেশকার প্রতুল জোয়াদ্দার ও আরিফ হোসেন।