গাজীপুরে পুলিশ সেবা নিশ্চিত করতে বিট পুলিশিং উদ্ধোধন।
মোঃ আজাহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)
গাজীপুরে পুলিশ সেবা নিশ্চিত করতে বিট পুলিশিং উদ্ধোধন।
গাজীপুর মেট্রোপলিটন এর কোনাবাড়ি ৭নং ওয়ার্ড ও বাসন থানার ১৭নং ওয়ার্ডে বিট পুলিশিং এর কার্যালয় শুভ উদ্বোধনের মধ্যেদিয়ে বিট পুলিশিং এর যাত্রা শুরু।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন পিপিএম (বার) বিপিএম (বার)। গত ১৮ আগষ্ট ২০২০ইং তারিখে সকাল ১১.০০ ঘটিকায় কোনাবাড়ি মেট্রো থানাধীন জরুন এলাকায় বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়। কোনাবাড়ি মেট্রো থানাধীন গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের জরুন এলাকায় বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্ব পালন করবেন উপ পুলিশ পরিদর্শক মাইকেল বনিক।
জরুন বিট পুলিশিং কার্যালয়ে অারও কর্তব্যে নিয়োজিত থাকবেন দুইজন সহঃ উপ-পুলিশ পরিদর্শক ও তিন জন কনস্টেবল।সর্ব মোট ০৬ জন জনবল দিয়ে বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হবে। এরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। এ বিষয়ে জি এম পি কমিনার বলেন, সারাদেশে নাগরিক সেবা নিশ্চিত ও আরো গতিশীল করতে বিট পুলিশিং এর গুরুত্ব অপরিসীম। ওয়ার্ড ভিত্তিক মেট্রো পুলিশ এবং জেলা ভিত্তিক জেলা পুলিশ বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে।
বিট পুলিশিং কার্যক্রম হলো পুলিশের সেবার মান আরো দ্রুত কার্যত করার লক্ষে নাগরিক সেবা মানুষের কাছে দ্রুত সময়ে পৌঁছে দেওয়াই বিট পুলিশিং এর লক্ষ্য । মাদক, ওয়ারেন্ট ভোক্ত আসামি গ্রেফতার এমনকি মাসাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে বিট পুলিশিং। বিট পুলিশিং এর ফলে আইন শৃখংলার পরিস্থিতির একটা ইতিবাচক দিক ফিরে আসবে বলে তিনি জানান। এছাড়া ছোট এলাকা করে দায়িত্ব পালন ও পুলিশিং দায়িত্বকে বিকেন্দ্রীকরণ করে সেবার মান নিশ্চিত করতে হবে।
কোনাবাড়ি মেট্রো থানাধীন জরুন বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আজাদ মিয়া,অতিরিক্ত পুলিশ কমিশনার জিএমপি,মোঃ শরীফ রহমান,ডিসি ক্রাইম জিএমপি, থোয়াই-অং-প্রো-মার্মা, এসি কোনাবাড়ি জোন জিএমপি, এমদাদ হোসেন,অফিসার ইনচার্জ কোনাবাড়িমেট্রো থানা জিএমপি।এছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহম্মেদ,৭,৮,৯ নং মহিলা কাউন্সিলার মোছাঃ বিনু বারেকসহ ৭নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।