যেভাবে সমাজের ভালো মানুষ গুলো অসৎ কাজে লিপ্ত হয়।
আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)
যেভাবে সমাজের ভালো মানুষ গুলো অসৎ কাজে লিপ্ত হয়।
আমাদের সামাজে প্রতিনিয়ত অসৎ খারাপ কাজ মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীতে ঝুঁকছে সমাজের তরুণ যুবক ও ভালো মানুষ গুলি।
তার অনেক কারণ রয়েছে ,তার মধ্যে কিছু কারণ হলো শিক্ষিত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়া বেকার ছেলে ।
আমাদের দেশে অনেক সরকারী বেসরকারী সংস্থা গুলিতে মহিলাদের নিয়োগ দেয়া হয়,যোগ্যতা থাকতেও পুরুষের চাকরি হয় না।
একটা শিক্ষিত বেকার যুবক মা বাবার কাছে পকেট খরচের জন্য হাত পাতে,মা বাবা রাগ করে অনেক সময় সন্তান কে বলে তোকে অনেক কষ্ট করে পড়ালেখা শিখিয়ে মানুষের মত মানুষ করেছি , এখনো যদি পকেট খরচের জন্য মা বাবাকে রাতদিন জ্বালা যন্ত্রনা দাও তাহলে তোমাকে পড়ালেখা শিখিয়ে আমাদের কি লাভ হলো।
সন্তান এবার বাধ্য যেকোন অসৎ পথ বেছে নেয়।
আমাদের সমাজে যদি বিভিন্ন প্রতিষ্ঠান পুরুষ দের চাকরি দিয়ে বেকারত্ব দূর করতো তাহলে ওই পুরুষ একটা মেয়েকে বিবাহ করে মেয়েটির সারাজীবনের দায়িত্ব পালন করতে পারেন।
কিন্তু সেটা না হয়ে একটি মেয়েকে চাকরির ব্যাবস্থা করে দেই ,আর সমাজে সংসারে ঘটে প্রতিনিয়ত নানা সমস্যা।
মেয়েদের চাকরি করা নিয়ে আমি বিরুধীতা করছি না ,যদি দেশে বেকার যুবক না পাওয়া যায় ,তখন মহিলাদের চাকরি বা কর্মের ব্যাবস্থা করলে সমস্যা নাই।
কিন্তু সেটা না করে হাজার হাজার যুবক বেকারত্বের যন্ত্রনা নিয়ে অসৎ পথে মাদকাসক্ত হয়ে যাচ্ছে ,এই মুহূর্তে এই যুবকদের চাকরির ব্যাবস্থা না করে মহিলাদের চাকরি দেয়া সামাজ ও দেশের জন্য খুবই ক্ষতিকর।
আরেকটি বিষয় বর্তমান সময়ে বিশ্বমহামারী করোনা ভাইরাসে গোটা পৃথিবী সহ বাংলাদেশের মানুষ অর্থ নৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত।
এই দুর্যোগ ময় সময়ে অসহায় হত দরিদ্র পঙ্গু মানুষের সরকার সহ বিভিন্ন সামাজিক সংগঠন সাহায্য সহযোগিতা করছেন।
কিন্তু বলতে না পারা মধ্যবিত্ত পরিবারের মানুষ না পারছে বলতে না পারছে কিছু করতে।
কিন্তু মধ্যবিত্ত পরিবারের প্রতি সমাজিক সংগঠন বা দানবির ব্যাক্তিগণ কোন খেয়ালই করছেন না।
আজ দেশের অর্থবান ব্যাক্তি ও সামাজিক সংগঠন গুলো লোক দেখানো ত্রাণ বিতরণ নিয়ে ব্যস্ত ।
কিন্তু একজন মধ্যবিত্ত মানুষ অনেক ক্ষেত্রে চেয়েও সাহায্য সহযোগিতা পাচ্ছেন না।
আল্লাহ পাক আমাদের সমাজের অর্থ বান সামাজিক সংগঠন গুলোকে সঠিক বুঝ দান করুন।
এবং নিয়্যতকে সহি করে আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করুন, আমীন।
লেখক মোঃ আবদুল্লাহ আল মামুন
সাবেক শিক্ষক কৃষ্ণনগর মাদ্রাসা বাঘারপাড়া যশোর
জেলা প্রতিনিধি-(যশোর)-নিউজ জাতীয় বাংলাদেশ