অনেক নামাজীকে জাহান্নামী হতে হবে।
নামাজ পড়েও জাহান্নামী হতে হবে কথাটি শুনলে শরিল শিউরে উঠে।
তবে এট সত্য এটাই বাস্তব ,এই কথাটি লেখকের নয় সয়ং সৃষ্টি কর্তা মাহান রব আল্লাহ সুবহানাহু তায়ালা পবিত্র কোরআন শরিফের সুরা মাউনের ৪ নং আয়াতে বলেন দুর্ভোগ সে সমস্ত নামাজির, ৫নং আয়াতে বলেন
যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর।
একই সুরার ৬নং আয়াতে বলেন
যারা তা লোক দেখানোর জন্য করে।
এখন আমাদের বুঝতে হবে আমাদের ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য করতে হবে
লোক দেখানো ইবাদত করে জান্নাতে যাওয়া সম্ভব না ।
এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসে এসেছে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল।
এই জন্য যে কোন কাজ ইবাদত করার আগে নিয়তকে সহি করে নিতে হবে।
নিয়ত সম্পর্কে ছোট একটি উদাহরণ দিই,
মসজিদের পাশে একটি লোক খুঁটি পুঁতে রেখেছে এই নিয়ত করে।
যে, মসজিদে অনেক মুসল্লিদের সাইকেল আছে তারা খুঁটিতে সাইকেল রাখতে পারবে।
ওই লোকের নিয়ত ভালো থাকার কারণে সে সওয়াব পাবেন।
অপর এক ব্যাক্তি খুঁটিটি উঠিয়ে নিলো
এই নিয়তে যে ,
রাতের আঁধারে অনেকেই খুঁটিতে লেগে পড়ে যেতে পারে এবং আঘাত পেতে পারেন।
প্রথম ব্যাক্তি খুঁটিটি পুতে রাখার জন্য সওয়াব পাবেন ,অপর ব্যাক্তি খুঁটিটি উঠিয়ে নেয়ার কারণে সওয়াব পাবেন, কারণ তাদের দুজনের নিয়ত ভালো।
এই জন্য ইসলামে যে কোন কাজ ইবাদত করার আগে নিয়্যত সহি করা খুবই জরুরি।
আর নামাজ তো মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর সাথে কথা বলার মাধ্যম,
হাদিস শরিফে এসেছে (মীফতাহুল জান্নাতিস ছালাহ ) অর্থ নামাজ বেহেশতের চাবি।
আপনি দুনিয়াতে সমস্ত ভালো কাজ করলেন , কিন্তু নামাজ পড়লেন না, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না।
কারণ নামাজ বেহেশতের চাবি ,চাবি ছাড়া দরজা খোলা সম্ভব না।
একটা উদাহরণ দেই
তিনটি লোক আমেরিকা গিয়েছেন বেড়াতে , তাদের হোটেলে রুম হলো ৭৫ তলায়।
তিন বন্ধু একদিন বেড়াতে বের হলো বিকালে , তবে হোটেলে ম্যানেজার তিন বন্ধু কে বলেদিলেন রাত ১০টার পরে লিফট বন্ধ করে দেয়া হয়, রাত দশটার পরে আসলে সিড়ি দিয়ে পায়ে হেঁটে উপরে মেতে হবে।
তিন বন্ধু আমেরিকা ঘুরতে ঘুরতে রাত দশটা পার করে দিলেন,
হোটেলে এসে দেখেন সত্যি লিফট বন্ধ হয়ে গেছে।
তিন বন্ধু এবার চিন্তায় পড়ে গেলেন কিভাবে এত উপরে উঠবেন।
এক বন্ধু বললেন চলো আমরা গল্প করতে করতে উপরে উঠে যায়।
এক একজন গল্প শুরু করে দিলেন ,
প্রথম বন্ধু গল্প শেষ করলো ২৫ তলায় গিয়ে,
তারপর দ্বিতীয় বন্ধু শেষ করলো ৫০তলায় গিয়ে,
আর তৃতীয় বন্ধু গল্প শেষ করলেন ৭৫ তলায় গিয়ে, কিন্তু দুঃখের বিষয় তাদের নিচ থেকে রুমের চাবি আনতে মনে নাই।
এখন প্রিয় পাঠকগণ বলুন এই তিন বন্ধুর অবস্থা কেমন হবে উদাহরণ টা এই জন্য দিয়েছি যে আমাদের জিবনের ৭৫ টি বছর অবহেলায় শয়তানের ধোকায় কাটিয়ে দিচ্ছি
আল্লাহ কে স্বরন করছি না নামাজ পড়ছি না,
হঠাৎ করে আজরাঈল এসে প্রাণপাখি নিয়ে চলে যাবে তখন আর কিছু করা সম্ভব নয়।
হাজারো দুনিয়ার সপ্ন আশা ওখানেই থেমে যাবে।
আজ এপর্যন্ত আল্লাহ পাক তৌফিক দিলে নামাজ সম্পর্কে আরো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
**লেখক
মোঃ আব্দুল্লাহ আল মামুন
কবি ও সাংবাদিক
সাবেক শিক্ষক কৃষ্ণনগর মাদ্রাসা বাঘারপাড়া যশোর।