মজিব বর্ষ উপলক্ষ্যে চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের উদ্দ্যেগে ৫০০০ বৃক্ষ রোপন।
স্বপন পাটওয়ারী, চাটখিল উপজেলা প্রতিনিধি-(নোয়াখালী)
মজিব বর্ষ উপলক্ষ্যে চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের উদ্দ্যেগে ৫০০০ বৃক্ষ রোপন।
মজিব বর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ১০ কোটি গাছের চারা রোপন কর্মসূচির আলোকে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির উপজেলার বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করার মাধ্যমে এই কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন।
তিনি তাঁর সামাজিক উন্নয়মূলক প্রতিষ্ঠান এক্টিব ফাউন্ডেশন এর অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয় ও চাটখিল পৌরসভার জনগনের মাঝে প্রায় ৫০০০ হাজার বৃক্ষ চারা বিনামূল্যে বিতরন করেন।
চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন শেখ হাসিনা বাংলাদেশের যেভাবে অবকাঠামোগত উন্নয়ন করছে তেমনি পরিবেশের প্রতি বিশেষ নজর রাখেন।
প্রাকৃতিক উন্নয়নের জন্য মজিব বর্ষে সারা দেশব্যাপি ১০কোটি বৃক্ষ রোপন কার্যক্রমের অংশ হিসেবে চাটখিল উপজেলায় ৫০০০ হাজার বৃক্ষচারা রোপন ও বিতরন করা হলো।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা ভূমি কর্মকর্তা, উপজেলা কৃষি বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাগন,বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ও শিক্ষকবৃন্দ সহ সামাজিক ও রাজনৈতিক নেত্রীবৃন্দ।