জেলার খবর
সারা দেশের সাথে নারায়ণগঞ্জেও ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা উদযাপন।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
সারা দেশের সাথে নারায়ণগঞ্জেও ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা উদযাপন।
কুরবানী প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানদের উপর ওয়াজিব মহান আল্লাহ্ তা,লার ঘোষণা হে ঈমানদাররা তোমরা তোমাদের পছন্দের পশুদের কুরবানী করো এক নিয়তে। তোমরা অবশ্যই জানো যে তোমাদের ঈসমাই (আঃ) আত্ত্বজীবনী ধুম্বা কুরবানী হুকুম হয়ে গেছে তোমরা হালাল পশুদের কুরবানী দাও কুরবানী তোমাদের ওয়াজিব করে দেওয়া হয়েছে তোমরা উন্মুক্ত হযরত ঈসমাইলকে কুরবানী দেওয়া হইলে তোমাদের ভয়ঙ্কর ভয়ানক পরিস্থিতির মূখ মূখি দাঁড়াতে হতো। তোমাদের রব তোমাদের সহায় ভয় নেই। ইমান আমল ঠিক রেখো তোমাদের কাজে নিজ দায়িত্বে কর্মরত থাকো সুফল একদিন আসবেই। সারা দেশেই উদযাপন হয়েছে ঈদুল আযহা কুরবানী আল্লাহ্ কে রাজি খুশি রাখার জন্যই। প্রতিবছর যার যার সাধ্যমত বিভিন্ন পশু কুরবানী দিয়ে থাকেন ধর্ম প্রাণ মুসলমানেরা ঈদ হচ্ছে মুসলমানদের আনন্দ।